চট্টগ্রাম: সাধারণত ইয়াবার রঙ হয় গোলাপি। কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে হলুদ রঙয়ের ইয়াবা। সংশ্লিষ্টরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে ইয়াবার রঙে পরিবর্তন আনা হয়েছে। শনিবার সকালে সদরঘাট থানাধীন শুভপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে ১০ হাজার হলুদ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সাইফুল ইসলাম ওরফে শাকিল (২৭) ও মোঃ মহিউদ্দিন (২০)।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, নতুন ধরণের ইয়াবার সন্ধান মিলেছে। মায়ানমার থেকে সাধারণত যেসব ইয়াবা আসে সেগুলোর রঙ গোলাপি এবং প্রতি পিচের ওজন দশমিক ১০ গ্রাম। কিন্তু বর্তমানে নতুন ধরণের যে ইয়াবা ধরা পড়ছে সেগুলোর রঙ হলুদ এবং বর্তমান ব্যবহৃত ইয়াবার চেয়ে আকারে দ্বিগুন, যার ওজন দশমিক ২০ গ্রাম।
পরীক্ষা করে দেখা যায় গোলাপি ইয়াবায় যে ধরনের মিথাইল আ্যামফিটামিন রয়েছে হলুদ ইয়াবায়ও সে ধরনের মিথাইল আ্যামফিটামিন রয়েছে, তবে এটা আকারে বড় ও গন্ধহীন। মাদক ব্যবসায়ীরা গোলাপি ইয়াবার পরিবর্তে হলুদ রংয়ের ইয়াবা আমদানির মূল উদ্দেশ্য হলো, এ হলুদ রংয়ের ইয়াবাগুলোকে ঔষধ বলে আইন শৃংখলা বাহিনীর চোখের আড়াল করা।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদারবাড়ী রেলগেইট শুভপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন পলাশী মার্কেটে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের হাতে থাকা ব্যাগ তল্ল¬াশী করে ১০ হাজার হলুদ রঙয়ের ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, উক্ত ইয়াবা পটিয়ার নন্দের খিল এলাকার মোফাজ্জলের ছেলে ফারুকের কাঝ থেকে তারা কিনেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা।