তিন হাজার মন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৫০ হাজার সদস্য

চট্টগ্রাম: আসছে দুর্গাপূজায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় সাড়ে তিন হাজার ৫৯৪টি মন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৫০ হাজার সদস্য থাকবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে এক মতবিনিময় সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান এ কথা জানান। দুর্গাপূজা উপলক্ষে নগরীর খুলশীতে ডিআইজি কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ডিআইজি এসএম মনির-উজ-জামান বলেন, চট্টগ্রাম বিভাগে তিন হাজার ৫৯৪টি মন্ডপ আছে। এরমধ্যে এক হাজার ২৮০টি সাধারণ, এক হাজার ২৫৮টি গুরুত্বপূর্ণ এবং এক হাজার ৫৬টিকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রতিটি মন্ডপকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করা হয়েছে। পুলিশ-আনসারের সমন্বয়ে মন্ডপকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া সীমান্ত এলাকায় বিজিবি ও র‌্যাব সদস্যরাও নিরাপত্তায় থাকবে।

তিনি বলেন, পূজায় চট্টগ্রাম বিভাগের কোথাও নিরাপত্তার শঙ্কা নেই। পুলিশ-আনসার, র‌্যাব, বিজিবি মিলিয়ে ৫০ হাজারের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এছাড়া প্রতিটি মন্ডপের নিরাপত্তায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা কমিটি করতে বলা হয়েছে। পূজায় বাধা সৃষ্টিকারীদের শক্তহাতে প্রতিরোধ করা হবে।

প্রসঙ্গত এবারে চট্টগ্রাম জেলায় ১৫১৯টি, কক্সবাজারে ১৩৪, রাঙামাটিতে ৩৮, বান্দরবানে ২৬, খাগড়াছড়িতে ৫০, কুমিল্লায় ৭৩০, ব্রাক্ষণবাড়িয়ায় ৫২৪, চাঁদপুরে ১৯১, নোয়াখালীতে ১৬৫, ফেনীতে ১৪২ এবং লক্ষীপুরে ৭৫টি মন্ডপে শারদীয় দুর্গপূজা অনুষ্ঠিত হবে।

সভায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি কুসুম দেওয়ান, চট্টগ্রাম বিভাগের ১১ জেলার পুলিশ সুপার ও পূজা উদযাপন পরিষদের নেতারা বক্তব্য রাখেন।