রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ট্রাকচাপায় নারী গৃহকর্মী নিহত

প্রকাশিতঃ ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ২:১৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ট্রাক চাপায় এক নারী গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সদরঘাট থানার রশিদ কলোনি সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত কোহিনুর বেগম (৫৫) সদরঘাট থানার মাঝিরহাট এলাকার রশিদ মিয়ার কলোনির বাসিন্দা শাহজাহানের স্ত্রী। বিভিন্ন বাসা-বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, শুক্রবার রাত ১১টার দিকে কাজ শেষে নিজের ঘরে ফিরছিলেন গৃহকর্মী কোহিনুর বেগম। ফেরার সময় তার বাসার কাছেই কনফিডেন্স সিমেন্টের একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। তাকে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।