রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের সাধারণ সভা ও পুনর্মিলনী

প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর ২০১৭ | ১০:৫৭ অপরাহ্ন

চট্টগ্রাম : হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার সকালে হাটহাজারী বাজারস্থ শ্রী সীতাকালী মায়ের মন্দির প্রাঙ্গণে সংগঠনের সহ-সভাপতি বিমল নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবলু দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা জন্মাষ্টমীর সাধারণ সম্পাদক গৌতম পালিত টিকলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের প্রধান উপদেষ্টা শিক্ষক নেতা শিমুল মহাজন, উত্তর জেলা জন্মাষ্টমীর যুগ্ন-সাধারণ সম্পাদক উদয় সেন,হাটহাজারী জন্মাষ্টমীর উপদেষ্টা যথাক্রমে অধ্যাপক সুব্রত কুমার নাথ,কল্যান পাল,বিজয় কৃষ্ণ চৌধুরী,দুলাল কৃষ্ণ রুদ্র,তরনীসেন রুদ্র।

এতে বক্তব্য রাখেন হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের সহ-সভাপতি ডাঃ অসীম দাশগুপ্ত,সিনিয়র সদস্য তপন পাল,প্রকৌশলী আনন্দ চন্দ্র নাথ,যুগ্ন- সম্পাদক লিটন দে,সদস্য নিকু শীল,যুগ্ন- সম্পাদক দীপেন দাশ ও লিটন রুদ্র,সহ- সাংগঠনিক সম্পাদক শ্যাম সুন্দর বৈষ্ণব,সুজন বনিক,তপন দাশ,বুড়িশ্চর কমিটির সাঃ সম্পাদক জয়দেব শীল,জনি রুদ্র,সাহস শীল,বিকাশ নাথ,তাপস দাশ,আবীর রুদ্র প্রমূখ।

সভায় জন্মাষ্টমী উৎসব ২০১৭ইং এর আয়-ব্যয় হিসাব পেশ করেন সংগঠনের অর্থ সম্পাদক আশীষ দে।
অনুষ্ঠানের শুরুতে গীতাপাঠ করেন শ্যাম সুন্দর বৈষ্ণব। অনুষ্ঠানশেষে প্রধান অতিথি উপদেষ্টাদের হাতে সম্মাননাপত্র তুলে দেন।