চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক ও পর্যটন শিল্পের প্রাণকেন্দ্র আনোয়ারা উপজেলায় যাত্রা শুরু করা অভিজাত রেস্টুরেন্ট ‘দেয়াং’-এ খাবার খেয়ে জিতে নিতে পারেন আর্কষণী পুরস্কার।
শুক্রবার বেলা দুইটায় আনোয়ারা উপজেলা বন্দর (কাফকো) সেন্টারে কেক ও ফিতা কেটে রেস্তোরাঁটির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। এতে অতিথি ছিলেন অভিনেত্রী লাক্স ফটোজেনিক মেহজাবিন ও নায়ক ইমন।
দেয়াং’র উদ্যোক্তা ও বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ জানান, মানসম্মত থাই, চাইনিজ ও বাংলা খাবারের বিপুল সমহার নিয়ে রেস্তোরাঁটি শুরু করা হয়েছে। ২০০ টাকার খাবার খেয়ে একটি করে কুপন পাবেন ভোজন রসিকরা। এতে প্রতিদিন একজন বিজয়ী একটি আর্কষণীয় মোবাইল সেট জিতে নেয়ার সুযোগ পাবেন। এছাড়া মাস শেষে অনুষ্ঠিত র্যাফেল ড্র এ ১ম, ২য় ও ৩য় পুরস্কার হিসেবে তিনজন ভাগ্যবান ভোজন রসিক পাবেন যথাক্রমে একটি ফ্রিজ, একটি এলইডি টিভি ও একটি ওভেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক নিখিল চন্দ্র সূত্রধর, ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম প্রমুখ।
এম এ কায়ুম শাহ আরো জানান, আধুনিক ডিজাইনে সাজানো এ রেস্টুরেন্টে ১২০ জন একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতে পারবেন। থাই, চাইনিজ ও বাংলা খাবারের ১১০ পদ থাকছে শুরুতে। পর্যায়ক্রমে বাড়বে পদের সংখ্যা। রেস্টুরেন্টের অতিথিদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে কিডস জোন, সেলফি জোন, জুসবার, আইসক্রিম পার্লার, লাইভ কিচেন, ২০ আসনের কনফারেন্স হল, ২০ আসনের প্রাইভেট ডাইনিং ইত্যাদি।
প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দেয়াং রেস্তোরাঁ।