চট্টগ্রাম: রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিমানযোগে ৪০ টন ত্রাণ পাঠিয়েছে ইরান। এরমধ্যে রয়েছে বিছানা, তাবু, কম্বল, বিস্কুট, শুকনো খাবার ও ওষুধ। ইরানের ডেপুটি মিনিস্টার ইব্রাহিম রহিমপুর ও সংসদ সদস্য চেরারাণী এসব ত্রাণ নিয়ে আসেন। শুক্রবার বিকেলে এই ত্রাণ সামগ্রী গ্রহণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদল।
ইরানের ডেপুটি মিনিস্টার ইব্রাহিম রহিমপুর বলেন, রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হতে চলছে। ত্রাণ পৌঁছে দিয়ে এই বার্তাই দিতে চাই। ইরান যেকোন নির্যাতিত জাতির সাথে আছে, ভবিষ্যতেও থাকবে। ইরানের পক্ষ থেকে আপাতত ৪০ টন ত্রাণ পাঠানো হলো। পর্যায়ক্রমে আরো ত্রাণ আসবে।
এসমঢ উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস দিহনেভি, ইরান দূতাবাসের গণমাধ্যম ও গণযোগাযোগ কর্মকর্তা খন্দকার মো. মাহফুজুল হকসহ দূতাবাসের কর্মকর্তারা। এই ত্রাণ সামগ্রী শনিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।