চট্টগ্রাম: মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে বাঁচাতে এবং চাঁদাবাজমুক্ত মোহরার দাবিতে রাস্তায় নেমে মানববন্ধন করেছেন জনগণ। ফেসবুকে দেয়া ডাকে সাড়া দিয়ে শুক্রবার দুপুর তিনটায় মৌলভী বাজারে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
ফেসবুকে ‘মাদক ও চাঁদাবাজমুক্ত মোহরার দাবিতে মানববন্ধন’ শিরোনামে এক ইভেন্ট চালু করে ‘মোহরার সচেতন নাগরিকবৃন্দ’। শত শত যুবক, ছাত্র ও প্রবীণ ব্যক্তি হাতে হাত রেখে এ দাবির প্রতি একাত্বতা প্রকাশ করেন।
এতে সংহতি জানিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চল। এছাড়া বিভিন্ন সামাজিক ও মহল্লা কমিটিও মানববন্ধনে অংশ নিয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ আগ্রাসনে দেশের অন্যান্য স্থানের মত নগরীর মোহরা ওয়ার্ডের যুবক ও কিশোররা ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের বিস্তৃতি বিশেষ করে ইয়াবা এখন পাড়ার অলিতে গলিতে এমনকি মুদির দোকানেও পাওয়া যাচ্ছে। উঠতি বয়সের কিশোর ও যুবকরা নেশাগ্রস্থ হয়ে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।
কতিপয় রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে কিছু মানুষ ইয়াবার পাইকারি ও খুচরা বিক্রেতা সেজে অবাধে এই অপকর্ম করে যাচ্ছে। পুলিশ তাদের এই অপকর্ম দেখেও না দেখার ভান করে থাকে। অনেক সময় মাদকসহ চাঁদাবাজিতে পরোক্ষ সহযোগিতা করে থাকে স্থানীয় পুলিশ। সেজন্য একটি সুন্দর ও নির্মল মোহরা গড়তে মাদক ও চাঁদাবাজদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করার ঘোষনার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানানো হয় মানববন্ধনে।
আগামী ৩০ দিনের মধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন প্রধান সমন্বয়ক আলম দিদার। একই সাথে স্থানীয় এমপি ও মেয়রের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
তথ্য দিয়ে মাদকসেবী ও ব্যবসায়ীদের গ্রেপ্তারে সহযোগিতার আহ্বান জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো’র পরিদর্শক বাপন সেন।
মানববন্ধন ইভেন্টের প্রধান সমন্বয়ক আলম দিদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আইয়ূব আলী চৌধুরী দুলাল, আসফাক হোসাইন খান, লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, আমীর হাসান, ইকবাল, আসাদুজ্জামান কানন, মানিক প্রমুখ। সংহতি জানিয়েছে মোহরা গাউছিয়া হক কমিটি, মুজিব সৈনিক, পাঠানপাড়া মহল্লা কমিটি, কালুরঘাট বালি মালিক সমিতি, তোহফায়ে মোহাম্মাদিয়া ফাউন্ডেশন, চট্টগ্রাম অটো রিকশা-অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক সংগঠন।