রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আনোয়ারায় অভিজাত রেস্তোরাঁ ‘দেয়াং’ এর যাত্রা শুরু

প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর ২০১৭ | ৭:১৩ অপরাহ্ন

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে মান সম্মত থাই, চাইনিজ ও বাংলা খাবারের বিপুল সমহার নিয়ে যাত্রা শুরু করেছে অভিজাত ‘দেয়াং রেস্টুরেন্ট’

শুক্রবার বেলা দুইটায় কেক কেটে অভিজাত ‘দেয়াং রেস্টুরেন্ট’ উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা মামনুন হাসান ইমন, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

বিএম শপিং কমপ্লেক্সের ৩য় তলায় যাত্রা শুরু করা ‘দেয়াং রেস্টুরেন্টে’র এমডি ও আনোয়ারা বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কায়ুম শাহ বলেন, আমরা ইতিহাস,ঐতিহ্যে, বৈচিত্রে, আনোয়ারায় বিভিন্ন দেশের খাবারের বিপুল সমহার নিয়ে আমরা আজকে পথচলা শুরু করছি।

উদ্বোধন উপলক্ষে দেয়াং রেস্টুরেন্টে প্রতিদিন র্যাফেল ড্র ব্যবস্থা করা হয়েছে। ২০০ টাকার খাবারে খেয়ে একটি করে কুপন পাবেন ভোজন রসিকরা। এতে প্রতিদিন একজন বিজয়ী একটি আর্কষণীয় মোবাইল সেট জিতে নেয়ার সুযোগ পাবেন।