সেনাদের আগুনে দগ্ধ ২৫ দিন বয়সের রোহিঙ্গা শিশু

চট্টগ্রাম: মিয়ানমারে সেনাবাহিনীর দেয়া আগুনে দগ্ধ ২৫ দিন বয়সী একটি শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত দুইজন রোহিঙ্গাকেও একই সময়ে হাসপাতালে আনা হয়। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে তাদের কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

এই তিনজন হলেন- মিয়ানমারের রচিদং এলাকার সৈয়দ নূরের ২৫ দিন বয়সী ছেলে সাইফুল আরমান, মংডু লোদা এলাকার দিল মোহাম্মদের ছেলে সালিমউল্লাহ (৪৫) ও মংডু মেরুল্লা এলাকার কবির আহমেদের ছেলে হাফেজ আহমেদ (১৬)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে আনা হয়েছে। এদের মধ্যে শিশু আরমান আগুনে দগ্ধ হয়েছে। অন্য দুজন দুর্ঘটনায় আহত।

প্রসঙ্গত সম্প্রতি রাখাইন রাজ্যে নতুন করে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। এতে রোহিঙ্গাদের মধ্যে উৎকন্ঠা তৈরি হয়। এরই মধ্যে মংডু জেলার মংডু ও বুথিদাউং উপজেলায় গত ২৪ আগস্ট রাতে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলা করে রোহিঙ্গা বিদ্রোহীরা। এ ঘটনার পর প্রাণ বাঁচাতে ইতোমধ্যে বাংলাদেশ সীমান্তে নাফ নদীর তীরে রোহিঙ্গাদের ঢল নেমেছে।

গত ২৩ দিনে গুলিবিদ্ধ ও দগ্ধ অবস্থায় মোট ১০৬ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের একজন গত ২৬ অগাস্ট এবং আরেকজন ৩০ অগাস্ট মারা যান। চিকিৎসা শেষে সুস্থ ২৩ জনকে হাসপাতাল থেকে টেকনাফ পাঠানো হয়েছে।