নৌকায় ভোট দিয়ে ঋণ শোধ করতে চান সাম্পান মাঝিরা

চট্টগ্রাম: আসন্ন কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবুর ঋণ শোধ করতে চান কর্ণফুলী নদীর সাম্পান মাঝিরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা পুরাতন ব্রীজঘাটে ২৪ সেপ্টেম্বর উপজেলা নিবার্চনে নৌকার সমর্থনে চরপাথরঘাটা পুরাতন ব্রীজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতি আয়োজিত নির্বাচনী সভায় সমিতির নেতারা বক্তব্যে এ অঙ্গীকার ব্যক্ত করেন।

সমিতির নেতারা বক্তব্যে বলেন, অভয়মিত্রঘাট রক্ষায় প্রয়াত বাবু ভাইয়ের অবদান ভুলবার নয়। নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি নেতা বালু জাফর অভয়মিত্র ঘাট উচ্ছেদ করার পাঁয়তারা করলে আমরা স্থানীয় বিএনপি নেতাদের দারস্থ হই। কিন্তু তারা কোন সহযোগিতায় এগিয়ে আসেনি। পরে আমরা সাম্পান মাঝিরা কর্ণফুলী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনির মাধ্যমে স্থানীয় সাংসদ বাবু ভাইয়ের কাছে যাই। তিনি ঘাট রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং বন্দর চেয়ারম্যানকে ফোন করেন। ঘাট রক্ষা পায়। এতে শত শত মাঝির জীবন জীবিকা রক্ষা পায় এবং প্রতিদিন হাজার হাজার মানুষ নৌ পারাপার হতে পারছে। আমরা স্বপরিবারে ২৪ তারিখ নৌকা মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে বাবু ভাইসহ আওয়ামী লীগ নেতাদের প্রতি আমাদের ঋণে বোঝা কিছুটা হালকা করতে চাই।

এসময় কর্ণফুলী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থী দিদারুল ইসলাম দিদার ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানাজা বেগম অতীতের মতো ভবিষ্যতেও কর্ণফুলী নদীর মাঝি মাল্লাদের সুখে দুঃখে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

চরপাথরঘাটা পুরাতন ব্রীজঘাট সাম্পান চালক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলমের এর সভাপতিত্বে সভাপতি ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাফর আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী হায়দার আলী রণি, দক্ষিণ জেলা শ্রমিকলীগের সেক্রেটারী ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, কর্ণফুলী উপজেলা আ’লীগের নেতা এমএ মারুফ, নুর আহম্মদ, জসিম উদ্দীন, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, কর্ণফুলী উপজেলা যুবলীগের সেক্রেটারী সেলিম হক, সহ সভাপতি ফরিদ জুয়েল মেম্বার, যুগ্ন সম্পাদক তারেক হাসান জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন মঞ্জু, আবদুর রাজ্জাক মেম্বার, সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সদস্য ওমর আলী, ছাত্রলীগ নেতা সাইফু উদ্দীন, সালাউদ্দিন নয়ন, চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাহ্ উদ্দিন সাদ্দাম, সাধারণ সম্পাদক আরমান হায়দার, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন আরিফ, আশরাফ আলী, সাজ্জাদ সাজিদ প্রমুখ।