চট্টগ্রাম: গত তিনদিন ধরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকা থেকে জামিল আহম্মদ চৌধুরী নামে এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছে; পরিবারের দাবি, জামিল আহম্মদ চৌধুরীকে অপহরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর গ্রামের নিজ বাড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য বের হয়ে তিনি নিখোঁজ হন। এ বিষয়ে বৃহস্পতিবার তার স্ত্রী রেহানা আক্তার জোরারগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন।
এতে রেহানা আক্তার উল্লেখ করেন, তার স্বামীর জোরারগঞ্জ ইউনিয়নে মৎস্য প্রকল্প রয়েছে। জায়গা জমি বেচাকেনা নিয়ে পরাগলপুর গ্রামে একজনের সাথে তার স্বামীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সে বিভিন্ন সময় তার সন্তান ও স্বামীকে অপহরণের হুমকী দিয়েছিলো। রেহানা আক্তার বলেন, গত ১২ সেপ্টেম্বর তিনি তার বাবার বাড়িতে ছিলেন। এসময় জামিল চৌধুরী ফোনে জানান একটি কাজে তিনি চট্টগ্রাম যাচ্ছেন। তার স্বামীর ব্যবসায়ীক পার্টনার নূর ইসলাম জানায়, জামিল আহম্মদ চৌধুরীর ফোন বন্ধ রয়েছে। তাকে পাওয়া যাচ্ছে না। এরপর গত দুইদিন ধরে আতœীয়স্বজনদের বাড়িসহ সব জায়গায় তার স্বামীর খোঁজ করা হয়। কোথাও না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন।
রেহানা আক্তার দাবি করেন, জমি বেচাকেনার বিরোধকে কেন্দ্র করে তার স্বামীকে অপহরণ করা হয়েছে।
এবিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক এনায়েত উল্ল্যা বলেন, একটি নিখোঁজ ডায়েরি করেছেন জামিল আহম্মদ চৌধুরীর স্ত্রী রেহানা আক্তার। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।