রোহিঙ্গাদের জন্য ভারত ও মরক্কো থেকে এসেছে ত্রাণ

চট্টগ্রাম: রোহিঙ্গাদের জন্য ৫৩ টন ত্রাণ পাঠিয়েছে ভারত। এর মধ্যে চাল, ডাল, দুধসহ বিভিন্ন সামগ্রী রয়েছে। এর আগে মরক্কো থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠানো হয়। ইন্দোনেশিয়া থেকে আরও দুটি ত্রাণবাহী কার্গো বিমান আসবে।

বৃহস্পতিবার বেলা ১টা ১১ মিনিটের দিকে ভারতের ত্রাণবাহী উড়োজাহাজটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে ত্রাণ হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।

ভারতের হাইকমিশনার জানান, প্রত্যেককে ১৫ কেজির একটি করে প্যাকেট দেওয়া হবে। এতে চাল, ডাল, চিনি, লবণ, বিস্কুট ও দুধ ইত্যাদি রয়েছে। মোট ৭ হাজার টন ত্রাণসামগ্রী পাঠাচ্ছে ভারত সরকার। এরমধ্যে ৫৩ টন ত্রাণ ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ যোগে বৃহস্পতিবার পৌঁছেছে। বাকি ত্রাণ ক্রমান্বয়ে আকাশপথ, স্থলপথ ও জলপথ ব্যবহার করে আনা হবে।

ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা বলেন, বাংলাদেশের মানুষ ও সরকারের সাথে আমাদের নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের যে কোন সংকট মোকাবেলায় ভারত সহযোগিতা করে থাকে। রোহিঙ্গা সংকটের এই সময়ে বাংলাদেশের যে কোন প্রয়োজনে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।

এর আগে বৃহস্পতিবার সকাল সোয় ৯টায় মরক্কো থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী একটি কার্গো বিমান এসে পৌঁছায়। বিমানটিতে ১৪ টন ত্রাণ ছিল। এগুলোর মধ্যে তাঁবু, কম্বল, ওষুধ, শিশুখাদ্য, ম্যাট্রেস এবং চাল রয়েছে। বিমানবন্দরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. হাবিবুর রহমান মরক্কো থেকে আসা ত্রাণ গ্রহণ করেন। সেগুলো কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

দুপুরে হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে রোহিঙ্গাদের জন্য ইন্দোনেশিয়ার আরও দুটি ত্রাণবাহী কার্গো বিমান আসার কথা রয়েছে। শুক্রবার ইন্দোনেশিয়া থেকে আরও দুটি ও ভারত থেকে আরও একটি ত্রাণবাহী উড়োজাহাজ আসবে।