রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রে সমকামী নৈশক্লাবে গুলিতে নিহত ৫০

প্রকাশিতঃ ১২ জুন ২০১৬ | ১০:৩৯ অপরাহ্ন

Screenshot_21যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে পুরুষ সমকামীদের একটি নৈশক্লাবে বন্দুকধারীর গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫৩ জন।

বার্তা সংস্থা এএফপি সর্বশেষ এ তথ্য জানিয়েছে। এটি যুক্তরাষ্ট্রে সাম্প্রতিককালে বড় ধরনের প্রাণঘাতী হামলা।

বিবিসি ও আলজাজিরা জানিয়েছে, বন্দুকধারী নিউইয়র্কে জন্মগ্রহণকারী ওমর মতিন। সে আফগান বংশদ্ভূত মার্কিন নাগরিক।

এ ঘটনায় শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র বাডি দিয়ের।

পুলিশ জানায়, ঘটনার প্রায় তিন ঘণ্টা পর তারা পালস ক্লাব নামে ওই নাইট ক্লাবটির ভেতরে ঢুকে আক্রমণকারীকে হত্যা করেছে।

বন্দুকধারী লোকটির হাতে অ্যাসল্ট রাইফেল এবং হ্যান্ডগান ছিল এবং সে নাইটক্লাবের ভেতরে অনেককে জিম্মি করেছিল। নিহত হওয়ার আগে পুলিশের সঙ্গে তার গুলিবিনিময় হয়।

পুলিশ একে একটি ‘সন্ত্রাসবাদী ঘটনা’ বলে আখ্যায়িত করেছে। কিন্তু তারা এটাও বলছেন যে, এই সন্ত্রাস অভ্যন্তরীণ নাকি আন্তর্জাতিক তা তারা এখনও জানেন না।

এ ঘটনায় হতাহতদের আত্মীয়-স্বজনরা হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছেন।

ওই ক্লাবে থাকা এক ব্যক্তি রিকার্ডো আলমোডোভার পাল্‌স ক্লাবের ফেসবুক পাতায় লিখেছেন যে স্থানীয় সময় শনিবার রাত ২টায় বন্দুকধারী গোলাগুলি শুরু করে।

তিনি লেখেন, ‘ওই সময় যারা নাচছিল এবং বারের কাছে যারা ছিল সবাই মাথা নীচু করে ফেলে। আর আমরা যারা বারের পিছনের দরজার কাছে ছিলাম তারা কোনোরকমে ক্লাব থেকে বের হয়ে দৌড় দেই।’