চেক প্রতারণার মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চট্টগ্রাম: চেক প্রতারণার মামলায় মো. ইউসুফ নামে ট্রাভেল এজেন্সির এক মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মো. নাজমুল হোসেন এই আদেশ দেন।

আসামি মো. ইউসুফ (৪৫) চট্টগ্রামের ভূজপুর থানার হারুয়ালছড়ি এলাকার হাজী আহাম্মদ হোসেনের ছেলে। নগরের পোস্তারপাড় নুর মার্কেটের ৩য় তলায় একটি কক্ষ ভাড়া নিয়ে ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন তিনি।

অন্যদিকে মামলার বাদি সাতকানিয়ার উত্তর ডেমশা এলাকার হাজী নজির হোসেনের ছেলে মো. ইউসুফ।

মামলার বাদি পক্ষের আইনজীবি আসাদুজ্জামান খান বলেন, বিভিন্ন সময়ে বাদির কাছ থেকে ৯ লাখ ৩৬ হাজার টাকা নিয়েছেন আসামি। টাকা ফেরত দেওয়ার আশ্বাসে ৫ লাখ ৬৮ হাজার টাকার দুটি চেক দেন আসামি। কিন্তু আইএফআইসি ব্যাংকের ওই দুটি চেক প্রত্যাখ্যান করে কর্তৃপক্ষ। এই প্রেক্ষিতে আদালতে বুধবার মামলা করেন ভুক্তভোগী মো. ইউসুফ। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।