রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

১২০ লিটার মদসহ বিক্রেতা গ্রেফতার

প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০১৭ | ৪:৪৬ অপরাহ্ন

চট্টগ্রাম: হাটহাজারীতে ১২০ লিটার চোলাইমদসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উত্তর বুড়িশ্চর এলাকার তালুকদার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. হাসান (৪৫) স্থানীয় বাসিন্দা মৃত আহম্মদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসানের বসতঘরের খাটের নিচ থেকে ১২০ লিটার চোলাইমদসহ তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। মাদক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।