চট্টগ্রামে দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডের গাড়ি চাপায় ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে কুমিরা ফায়ার স্টেশনের কাছে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে গাড়ি চাপায় আহত ওই নারীকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আনা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, রাত আড়াউটার দিকে হাসপাতালে আনার এক ঘন্টা পর ওই নারী মারা যান। ধারণা করছি তিনি মানসিক প্রতিবন্ধী। তার পড়নে কোনো কাপড় ছিল না। কোন ধরনের গাড়ি চাপায় তিনি আহত হয়েছিলেন সেটাও জানা যায়নি।