সৈয়দা ফাতেমা পিংকী : সম্প্রতি ১ বছরের এক শিশুর শরীরে বয়ঃসন্ধির লক্ষণ মেলায় বিশ্বের সবখানে সাড়া পড়ে গেছে। এও কীভাবে সম্ভব! সেই সাথে নতুন করে আলোচনায় উঠে এসেছে ৭৮ বছর আগে ৫ বছরের শিশুর সন্তান জন্মদানের বিস্ময়কর খবরটি।
পেরুর তিক্রাপো তে ১৯৩৯ সালে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছিল ৫ বছরের এক কন্যাশিশু! তার সঠিক বয়স ছিল পাঁচ বছর সাত মাস।
চিকিৎসাবিজ্ঞানের নথিভুক্ত ইতিহাসে এটিই সর্বকনিষ্ঠ মায়ের রেকর্ড। নাম তার লিনা মেদিনা। তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল পেটের আশ্চর্য আকারের জন্য। মনে করা হয়েছিল ওটা টিউমার। কিন্তু চিকিৎসক জানান, লিনা তিনমাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকরা এও দেখেন যে, মাত্র পাঁচ বছর সাত মাস বয়সেই তার শারীরিক গঠন মাতৃত্বের উপযোগী হয়ে গিয়েছিল! ১৯৩৯ সালের ১৪ মে পুত্রসন্তান হয় লিনার, তার নাম দেওয়া হয় জেরার্দো।
জেরার্দো বড় হয়েছিল এটা ধারণা করে যে, লিনা তার দিদি। কিন্তু ১০ বছর বয়সে বাস্তবের মুখোমুখি হয় সে। ১৯৭৯ সাল পর্যন্ত সুস্থভাবেই বেঁচে ছিল জেরার্দো, ৪০ বছর বয়সে বোনম্যারোর কঠিন অসুখে মারা যায় সে।
অবশ্য লিনার সন্তান জন্মদানের কারণে তা বাবাকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে অবশ্য খালাস পেয়ে যান তিনি।
এরপরও জেরার্দোর বাবা কে? লিনা তা কাউকে জানাননি, কখনো না…