শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

বন্দরের জন্য অভিজ্ঞতা অর্জন নয়, ‘আনন্দবিলাস’ই করছেন তাঁরা!

| প্রকাশিতঃ ৮ নভেম্বর ২০১৫ | ৫:১৮ পূর্বাহ্ন

স্টাফ করসপনডেন্ট
pic-1চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের প্রশিক্ষণ তহবিলের অর্থে ‘অভিজ্ঞতা সঞ্চয়ের’ নামে তিন দেশের পাঁচটি বন্দর ভ্রমণের যে সফর গত ৪ নভেম্বর শুরু হয়েছিল সেটি নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক। নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলের এই সফরে অন্তর্ভুক্তি নিয়ে নানা মহলে যখন বিতর্কের ঝড় উঠেছে তখন ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিই সেই বির্তকের আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে।

৪ নভেম্বর রাতে মারিশাসের উদ্দেশ্যে রওনা দেওয়া প্রতিনিধিদলটি আবুধাবি হয়ে মারিশাস পৌঁছেন ৫ নভেম্বর। এরপর সেখানকার সমুদ্র বন্দর পরিদর্শন করে ‘অভিজ্ঞতা অর্জন’ করলেও ৭ নভেম্বর রাতে প্রতিনিধি দলের হয়ে যাওয়া বন্দর উপদেষ্টা কমিটির সদস্য শামশুল হক চৌধুরীর ফেসবুকে কিছু ছবি আপলোডের মাধ্যমে প্রশ্ন উঠেছে সত্যিই কি তারা বন্দর পরিদর্শন করছেন নাকি ‘আনন্দ ভ্রমণ’ই করছেন। ফেসবুকের আপলোডকৃত ছবি বলছে, তাঁরা সেখানে গিয়ে অভিজ্ঞতা অর্জনের নামে সরকারি টাকায় ‘আনন্দবিলাস’ই করছেন!

নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিশ্বের সমুদ্র বন্দর পরিদর্শনে অভিজ্ঞতা অর্জনের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল গত মঙ্গলবার রাত ৯ টা ৫ মিনিটে মরিশাসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিশ্বের বিভিন্ন সমুদ্র বন্দরের অবকাঠামো ও অপারেশনাল কার্যক্রম এবং বন্দরের কার্গো হ্যান্ডলিং, শ্রমিক ব্যবস্থাপনা, বন্দরের নাব্যতা রক্ষার কৌশল ও সার্বিক কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ ও অভিজ্ঞতা অর্জন করবেন। এ সময় তারা মরিশাস, মিশর, যুক্তরাষ্ট্রের লস্ এঞ্জেল্স ও নিউইয়র্ক সমুদ্র বন্দর সরেজমিনে পরিদর্শন করবেন।

pic-2নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, সদস্য মো. আব্দুল হাই, এম আব্দুল লতিফ, মো. আনোয়ারুল আজিম (আনার), মো. নুরুল ইসলাম সুজন, চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সদস্য ও সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সদস্য ও চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, সদস্য (প্রকৌশল) কমডোর জুলফিকার আজিজ, মন্ত্রীর একান্ত সচিব এমএম তারিকুল ইসলাম এবং সভাপতির একান্ত সচিব ড. দয়াল চাঁন মণ্ডল।

এ নিয়ে গত সপ্তাহে একটি অনলাইন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে সংশ্লিষ্টদের বরাত দিয়ে এই ধরনের সফরকে ‘আনন্দভ্রমণ’ হিসেবেই অভিহিত করা হয়েছিল। বিশেষ করে এই প্রতিনিধি দলে বন্দর উপদেষ্টা কমিটির দুই সদস্য চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরীর অর্ন্তভুক্তি নিয়ে উঠেছিল নানা প্রশ্ন- তারা সরকারি টাকায় বিদেশ সফর করে এসে বন্দরের উন্নয়নে কীভাবে কাজ করবেন? বিষয়টি সরাসরি স্বীকার না করলেও নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান ওই সংবাদে বলেছেন, অতীতের ধারাবাহিকতায় বিদেশ সফরে যাওয়ার সময় বন্দর উপদেষ্টা কমিটির এই দুই সদস্যকে নিয়ে যাওয়া হচ্ছে।