বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

দোহাজারী-কক্সবাজার রেলপথ চালু হবে ২০১৮ সালে

প্রকাশিতঃ ১২ সেপ্টেম্বর ২০১৭ | ১১:৪৪ অপরাহ্ন

বাসস: চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে গুনদুম পর্যন্ত রেলপথ ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে চালু হবে।

আজ সংসদে জাসদের মইন উদ্দিন খান বাদলের সম্পূরক এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, এই রেলপথ নির্মাণ প্রকল্পটি প্রধানমন্ত্রীর নির্দেশে ফাস্ট ট্র্যাক বা অগ্রাধিকারমূলক প্রকল্পের আওতাধীন রয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে।

রেলমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত রেললাইন রয়েছে। এ প্রকল্পে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে মিয়ানমার সীমান্তে গুনদুম পর্যন্ত রেলপথ নির্মাণে টেন্ডারসহ সব কাজ শেষ হয়েছে। প্রকল্পের কাজ করছে সিআরজি-চায়না। অর্থায়নও নিশ্চিত হয়েছে। আগামী দু-এক মাসের মধ্যে কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এটির কাজ ২০১৮ সালের মধ্যে শেষ করার, আমরা তেমনিভাবে কাজ শুরু করবো।’

মন্ত্রী বলেন, কালুখালী ব্রিজের জন্য ১২শ’ কোটি টাকা প্রয়োজন। এ প্রকল্পের জন্য কোরিয়া অর্থায়ন করবে বলে সম্মতি দিয়েছে। তাদের সঙ্গে এমওডি (মিনিউটস অব ডিসকারশন) সম্পন্ন হয়েছে। শিগগিরই কোরিয়ান প্রতিনিধিরা ইআরডির সঙ্গে বৈঠক করবে। যদি তারা চুক্তিতে সম্মত হয়, তাহলে এর কার্যক্রম শুরু করা যাবে। তবে অর্থায়ন নিশ্চিত না হওয়ায় কাজ করা যাচ্ছে না।