পাহাড়ি ঢলে ভেসে যাওয়া মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া নিখোঁজ মাদ্রাসার শিক্ষার্থী লিজা আক্তারের (১১) লাশ অবশেষে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলা মোহাম্মদপুর এলাকার বিলে থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার সকালে হাটহাজারী পৌরসভার মুন্দরী ছরার পাহাড়ি ঢলে পড়ে দুই মাদ্রাসা শিক্ষার্থী ভেসে যায়। এরমধ্যে বৈশাখী নামের একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও ঢলের তোড়ে নিখোঁজ হয়ে যাওয়া লিজা আক্তারের লাশ উদ্ধার করা যায়নি।

প্রায় ৪৮ ঘন্টা পর ঘটনাস্থলের অদূরে বিলে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয়রা। এরপর ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে তার পরিবারের কাছে লাশ প্রদান করেন।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর এসব তথ্য নিশ্চিত করেছেন।