চট্টগ্রাম: চট্টগ্রামে ৬০০ বোতল ফেন্সিডিল এবং একটি প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সীতাকুন্ড থানার বড় দারোগার হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বেলাল হোসেন (৫৫) ফেনীর ছাগলনাইয়া থানার পূর্ব ছাগলনাইয়া এলাকার মৃত আনু মিয়ার ছেলে।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বড় দারোগার হাট ওজন স্কেলের সামনে মহাসড়কের উপর চেকপোষ্ট বসায় র্যাব। এক পর্যায়ে ফেনী থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দেয়া হয়। চালক তৎক্ষনাৎ গাড়িটি থামিয়ে গাড়ি থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।
তিনি বলেন, এরপর তাকে ধাওয়া দিয়ে আটকের পর জানা যায় উক্ত প্রাইভেটকারে বিপুল পরিমান ফেন্সিডিল রয়েছে। এবং সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ফেন্সিডিল ফেনী হতে চট্টগ্রামে নিয়ে এসে মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছে। প্রাইভেটকার থেকে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।