মাদকের মামলায় সাত বছরের কারাদন্ড

চট্টগ্রাম: চট্টগ্রামে দশ হাজার ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় এক ব্যক্তির সাত বছরের কারাদন্ড দিয়েছে আদালত। রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন।

দন্ডিত লোকমান হাকিম (৩৮) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফলা হারিয়া গ্রামের মৃত গুরা মিয়ার ছেলে। লোকমান নগরীর রিয়াজ উদ্দিন বাজার এলাকায় রহমতুন্নেছা সড়কের মিতালী মার্কেটের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। আসামি লোকমান হাকিম কারাগারে আছেন।

চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, গতবছরের ১৯ জুন লোকমান হাকিমের ভাড়া বাসা থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই মামলায় গত বছরের ২৪ অক্টোবর অভিযোগ গঠন করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সাত বছরের কারাদন্ড দিয়েছে। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত।