পাহাড়ি ঢলে এক ছাত্রীর মৃত্যু, আরেকজন নিখোঁজ

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড়ি ঢলের তোড়ে মুন্দরী খালের স্রোতে পড়ে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছে অপর এক মাদ্রাসা ছাত্রী। রোববার সকালে হাটহাজারী পৌরসভার ৮ নং ওয়ার্ডের মিরেরখীল গ্রামের বেদে পল্লী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা মো. লোকমানের মেয়ে বৈশাখী (১০) ও মো. দিদারের মেয়ে লিজা আকতার (১১)। তারা দুই জনই আমাতুন নুর নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে মুন্দরী খালে পাহাড়ি ঢলের তোড় বেড়ে যায়। রোববার পাহাড়ি ঢলের স্রোতের কবলে উক্ত এলাকায় দুই মাদ্রাসার ছাত্রী অসর্তকতা অবস্থায় পড়ে যায়। স্থানীয়রা বৈশাখী নামে ওই ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন। অপর ছাত্রী লিজাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সংবাদ পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে লিজা আকতারকে উদ্ধারের কার্যক্রম শুরু করেন। রোববার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ছাত্রী লিজাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাকের হোসাইন এসব বিষয় নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম নগর থেকে আমাদের ডুবুরিরা এসেছেন। তারা খালে তল্লাশি করবেন। ওই খালে অনেক বাঁশঝোপ রয়েছে, ওই বাঁশঝাড়ে তার মৃতদেহ আটকে থাকতে পারে।