রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিকলবাহায় দম্পতির মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ ১০ সেপ্টেম্বর ২০১৭ | ১:২৮ পূর্বাহ্ন

মোর্শেদ নয়ন : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ঝুলন্ত অবস্থায় দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, শিকলবাহা ৩নং ওর্য়াড বিল্লাপাড়ার মরহুম আব্বাস আলীর পুত্র আবদুল নবী প্রকাশ লেদু (২৪) ও রিনা আকতার (১৯)।

পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে তারা আত্মহত্যা করতে পারেন।

পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে রিনা আকতারের সঙ্গে প্রেম করে বিয়ে হয় কাগজের প্যাকেট বিক্রেতা আবদুল নবী। বিয়ের কিছুদিন পর থেকে বিভিন্ন কারণে তাদের মধ্যে কলহ দেখা দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে তারা ঘরে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারেন।

স্থানীয়রা জানায়, আগস্ট মাসের ২১ তারিখে এ দম্পতি আবু তৈয়বের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে উঠে। তবে এর আগে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া ও কথা কাটাকাটি হত। শুক্রবার রাত ১০টায় তারা ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়। পরে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মেয়ের বাবা আবুল কাশেম জানান, আবদুল নবী প্রায় সময় তার মেয়েকে নির্যাতন করতো। তাদের ৯ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।

আবদুল নবীর ভাই আবদুন নুর বলেন, তার ভাই কঠোর পরিশ্রম করে সংসার চালিয়ে আসছিল। বিয়ের পর থেকে তার শ্বশুরবাড়ি থেকে সবসময় চাপে রাখতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।

পটিয়া থানার ওসি শেখ মুহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, পারিবারিক কলহের জের ধরে তারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। লাশ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে।