ইন্টারনেটের ধীরগতি কাটতে সময় লাগবে : আইএসপিএবি


ঢাকা : রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ফলে দেশজুড়ে বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট সেবা। বহুতল ওই ভবনে ডেটা সেন্টার থাকায় এমন পরিস্থিতির তৈরি হয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)।

ইন্টারনেট ধীরগতি কাটতে রবিবার পর্যন্ত সময় লাগতে পারে জানিয়েছেন আইএসপিবিএ সভাপতি ইমদাদুল হক। আর ইন্টারনেটে গতি পুরোদমে ফিরতে ‘সপ্তাহ খানেক’ লাগতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকালে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ফলে ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়। শুক্রবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বৃহস্পতিবার রাতে আইএসপিবিএর পক্ষ থেকে ঢাকা টাইমসকে জানানো হয়েছিল।

এদিকে শুক্রবার সকাল পৌনে ৯টায় ভবনটি অগ্নিমুক্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো জানাতে পারেনি অগ্নি নির্বাপন সংস্থাটি।

খাজা টাওয়ারে অহ্নিকাণ্ডে তিনজনের প্রাণহানি হয়। নিহতরা হলেন— হাসনা হেনা (২৭), মোহাম্মদ রফিকুল ইসলাম (৬৩) ও আকলিমা রহমান (৩১)।

হাসনা হেনা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান রেস অনলাইন লিমিটেডের সেলস ইনচার্জ ছিলেন। পেশায় প্রকৌশলী রফিকুল সাইফ পাওয়ারটেক নামের একটি প্রতিষ্ঠানের প্রজেক্ট কো-অর্ডিনেটর ছিলেন। আকলিমা ভবনটির নবম তলায় একটি কল সেন্টারে কাজ করতেন।