চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. মনসুর (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে অক্সিজেন-হাটহাজারী মহাসড়কের ধোপার দীঘি পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনসুর হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালাবাদশা পাড়ার মৃত ফচন মিয়ার ছেলে।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, নিহত মনসুর পরিবার নিয়ে হাটহাজারী থেকে সিএনজি অটোরিকশা যোগে নগরীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে পিকআপের সঙ্গে সংঘর্ষ হলে মনসুর গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত গাড়িটি আটক করা হয়েছে।