গুরুতর আহত তিন রোহিঙ্গা শিশু চমেক হাসপাতালে

চট্টগ্রাম: মিয়ানমার থেকে পালিয়ে আসা আরও তিন রোহিঙ্গা শিশুকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃগস্পতিবার দিনগত রাতে ও শুক্রবার সকালে হাসপাতালে তারা চিকিৎসা নিতে আসেন।

আহতরা হলেন- মিয়ানমারের মংডু থানার নয়াপাড়ার জাহেদ হোসেনের ছেলে মো. ছাদেক (৪), মেরুল্লা শিগ্গী পাড়ার সৈয়দ হোসেনের মেয়ে জোবাইরা (১০) ও শামসুল আলমের মেয়ে নূর ছাদেকা (৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, মিয়ানমারে সড়ক দুর্ঘটনায় তিন শিশু আহত হয়েছে বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছে। এদের মধ্যে ছাদেক ও নূর ছাদেকা ১১-বি নম্বর ওয়ার্ডে এবং জোবাইরা ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। শিশুদের আঘাত গুরুতর। তারা শঙ্কামুক্ত নয়।

প্রসঙ্গত সম্প্রতি রাখাইন রাজ্যে নতুন করে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। এতে রোহিঙ্গাদের মধ্যে উৎকন্ঠা তৈরি হয়। এরই মধ্যে মংডু জেলার মংডু ও বুথিদাউং উপজেলায় গত ২৪ আগস্ট রাতে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলা করে রোহিঙ্গা বিদ্রোহীরা। এ ঘটনার পর প্রাণ বাঁচাতে ইতোমধ্যে বাংলাদেশ সীমান্তে নাফ নদীর তীরে রোহিঙ্গাদের ঢল নেমেছে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা গত দুই সপ্তাহে ২ লাখ ৭০ হাজারে পৌঁছেছে বলে ধারণা করছে জাতিসংঘ।