চট্টগ্রামে নির্মাণ হচ্ছে নতুন কনটেইনার টার্মিনাল

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পতেঙ্গা এলাকায় নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পতেঙ্গা বিমানবন্দর সড়কের পাশে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

এ সময় নৌমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিন্ড। এটি জমাট বেঁধে ছিল। রক্ত সঞ্চালন হচ্ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরের হৃদপিন্ডে অপারেশন করেন, সচল রাখেন। তিনি প্রমাণ করেছেন রাষ্ট্র পরিচালনায় তিনি দক্ষ ও অভিজ্ঞ। দক্ষ চালকের হাতে যেমন দুর্ঘটনা কম ঘটে তেমনি দক্ষ রাষ্ট্রচালকের ক্ষেত্রেও।

পতেঙ্গা কনটেইনার টার্মিনাল নির্মাণ অত্যন্ত জরুরি ছিল মন্তব্য করে স্থানীয় সাংসদ এমএ লতিফ বলেন, বন্দরসংলগ্ন কর্তৃপক্ষের আবাসিক এলাকা কনটেইনার ইয়ার্ড করা হলে দেশের অর্থনীতিতে গতি আসবে। দেশের অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বন্দরের সক্ষমতা বাড়াতে গাফিলতির জন্য দায়ী কর্মকর্তাদের চিহ্নিত করতে হবে।

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার বলেন, পিসিটির তিনটি কনটেইনার জেটি, একটি ডলফিন জেটি, ৪২০ মিটার দীর্ঘ ফ্লাইওভার, ছয় লেনের সড়কসহ অবকাঠামো নির্মাণকাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা হবে।

এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, বন্দর সদস্য (প্রশাসন) জাফর আলম, চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের মাধ্যমে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে কন্টেইনার টার্মিনালটি নির্মিত হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমদানি রপ্তানি কার্যক্রম আরো সহজ হবে।