চট্টগ্রাম বন্দরে কনটেইনারের পণ্যে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনারের পণ্যে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়েছে; ওই কনটেইনারটি চীনে রপ্তানি করার কথা ছিল। তেজস্ক্রিয় পদার্থবাহী কনটেইনারটি আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য জব্দ করা হয়েছে।

কাস্টমস কর্মকর্তারা জানান, বন্দরে জব্দ করা এই কনটেইনার পণ্যের রপ্তানিকারক সিটাডেল গ্লোবাল করপোরেশন। গত ২২ আগস্ট বেসরকারি কনটেইনার ডিপো কেডিএস লজিস্টিকস থেকে কনটেইনারটিতে জিংক অক্সাইড বোঝাই করা হয়। এরপর বন্দরের ৪ নম্বর ফটক দিয়ে ভেতরে নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের অর্থায়নে বন্দরে স্থাপিত ‘মেগাপোর্ট ইনিশিয়েটিভ’ ফটকে সতর্কসংকেত বেজে ওঠে।

সতর্ক সংকেত বেজে ওঠার পর মেগাপোর্ট ইনিশিয়েটিভ ও পরমাণু শক্তি কমিশন চট্টগ্রাম কেন্দ্র যৌথভাবে কনটেইনারের বাইরে থেকে তেজস্ক্রিয়ার মাত্রা পরীক্ষা করে। প্রাথমিক পরীক্ষা অনুযায়ী, কনটেইনারটির দরজার সামনে ও মাঝামাঝি স্থানে তেজস্ক্রিয়ার মাত্রা পাওয়া গেছে ১ দশমিক ১০ থেকে ২ দশমিক ১১ মাইক্রোসিয়েভার্টস। তবে কনটেইনারের পেছনের অংশে তেজস্ক্রিয়ার মাত্রা পাওয়া গেছে সর্বোচ্চ ৬ দশমিক ২৪ মাইক্রোসিয়েভার্টস।

চট্টগ্রাম কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান বলেন, কনটেইনারটিতে প্রাথমিক পরীক্ষায় উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা শনাক্ত হয়েছে। এ কারণে এটি আটক করে রাখা হয়েছে। এখন চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।