৩ হাজার ১৯ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত

কক্সবাজার: টেকনাফে নাফনদী বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশকালে ৩ হাজার ১৯ জন রোহিঙ্গাকে প্রতিহত করেছে বিজিবি ও কোস্টর্গাড। বুধবার সকালে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টাকালে এসব রোহিঙ্গাদের আটক করা হয়।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, বুধবার সকালে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ২ হাজার ৬৪৯ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে প্রতিহত করা হয়েছে। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

এছাড়া কোস্টগার্ড সেন্টমাটিন ষ্টেশন কমান্ডার লে. আশরাফুল ইসলাম জানান, একইদিন সকালে সেন্টমাটিন সীমান্ত দিয়ে ৩৭০ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টাকালে আটক করা হয়। এ সময় সীমান্তে তাদেরকে প্রতিহত করা হয়েছে। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কোস্টর্গাড সতর্ক রয়েছে।