চট্টগ্রাম: বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন ও সুপ্রিম সংঘ কাউন্সিল (বৌদ্ধ মঠ) নেতৃবৃন্দ মায়ানমারের রাখাইন রাজ্যে রেহিঙ্গাদের ওপর নির্যাতনে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক যৌথ বিবৃতিতে তারা রোহিঙ্গাদের ওপর নির্বিচার হত্যাকান্ড, নির্যাতন ও ভয়াবহ হামলা অবিলম্বে বন্ধের জন্য শন্তিতে নোভেল বিজয়ী অং সান সুচির প্রতি তার বিবেক-বুদ্ধি ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, বয়স ও নারী, পুরুষ নির্বিশেষে রোহিঙ্গাদের ওপর পরিচালিত নির্মম হামলা ও সহিংসতা বৌদ্ধ ধর্মের মূল বাণী অহিংসা ও মানবিকতার প্রতি অবজ্ঞা প্রদর্শন ছাড়া আর কিছু নয়।
নেতৃবৃন্দ এই রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে এগিয়ে আসার জন্য জাতিসংঘ, সকল সম্প্রদায় ও বিশ্ব নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিবৃতিতে আরো বলা হয়, বৌদ্ধ সম্প্রদায় বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে এবং তারা মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় জাতি-গোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।’
একই সঙ্গে তারা ধর্ম-বর্ণ ও গোত্র নির্বিশেষে বাংলাদেশে সকল মানুষের মধ্যে সুদীর্ঘকাল বিরাজমান ধর্মীয় সম্প্রীতি শান্তি ও মিত্রতা বজায় রাখার আহ্বান জানান।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ বৌদ্ধ সংঘের মহাসচিব (এসজি) সুদীপ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংস্থার যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ভেনারেবল নিত্যানন্দ মহাথেরো ও এর সাধারণ সম্পাদক (জিএস) এস লোকোজিত থেরো। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সুনন্দাপ্রিয়া মহাথেরো ও জিএস বোধিমিত্র মহাথেরো, বাংলাদেশ বুদিস্ট ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মৃগঙ্গা বড়ুয়া ও জিএস তুষার কান্তি বড়ুয়া, বাংলাদেশ ইন্টারন্যাশনাল লাইট অব এসোসিয়েশনের (বিআইএলএ) বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ইঞ্জিনিয়ার মৃনার কান্তি বড়ুয়া ও জিএস উদ্যয়ন বড়ুয়া এবং ইঞ্জিনিয়ার পরিতোষ বড়ুয়া, অধ্যাপক বদল বরণ বড়ুয়া, ড. সুব্রত বরণ বড়ুয়া, ড. প্রীতি বড়ুয়া ও ড. কল্যাণ বড়ুয়া।