রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মেয়র নাছিরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিতঃ ৬ সেপ্টেম্বর ২০১৭ | ১১:১৭ অপরাহ্ন

চট্টগ্রাম: সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সুস্থতা কামনায় নগরীর ৩নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নয়ারহাট শাহ বখতেয়ার খা জামে মসজিদে (গায়েবি মসজিদে) কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

এতে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরমান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য তানভিরুল আলম অপু, নগর যুবলীগ নেতা সাইফুল ইসলাম মামুন, মিজানুর রহমান মিজান।

আরও উপস্থিত ছিলেন বায়েজিদ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল নবী লেদু, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সর্দার, তরুন আওয়ামীলীগ নেতা আবুল কাশেম, আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আরিফ উল্লাহ, যুবলীগ নেতা ইমারান আহমেদ ইমু, তওসীফ আহমেদ আলভী।

পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক ও আইন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান তালুকদার, ৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ মনির, ওয়াজেদ, মিজান, মেহেদী, ২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মেহরাজ, শহীদ, কুলগাও কলেজ ছাত্রলীগ নেতা রিয়াজ ,হাসান সহ বিভিন্ন কলেজ ,স্কুল, ২ ও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।

কোরআন খতমের পর দোয়া ও মোনাজাত করা হয়। মোনজাতে মেয়রের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।