রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অস্ত্র মামলায় ১০ বছরের কারাদন্ড

প্রকাশিতঃ ৬ সেপ্টেম্বর ২০১৭ | ৭:০০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীর শীর্ষ সন্ত্রাসী মোরশেদুল আলমকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার চট্টগ্রাম ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফেরদৌস আরা একটি অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় এ রায় দেন।

আদালত সুত্রে জানা যায়, গত ২০১৩ সালের ২২ জুলাই মোরশেদুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় তৈরি বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে। একই বছর মামলার চার্জশীট প্রদান করা হয়। ২০১৪ সালে ১৩ মার্চ অভিযোগ গঠন করা হয়। আট জনের সাক্ষ্য শেষে এ রায় প্রদান করা হয়।