বিএনপি নেতা আসলামের ভাইকে গ্রেফতারের নির্দেশ

চট্টগ্রাম: ব্যাংকের ৩২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ভাই জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এই পরোয়ানা জারি করেন।

আদালত সূত্র জানায়, তিনটি ঋণপত্রের মাধ্যমে আরব-বাংলাদেশ ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নেয় আসলাম চৌধুরীর জাহাজ ভাঙা প্রতিষ্ঠান রাইজিং স্টিল মিল লিমিটেড। সেই টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ১৬ জুলাই নগরীর ডবলমুরিং থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ব্যাংকের দুই কর্মকর্তাকে বাদ দিয়ে ১৭ জুলাই চারজনের বিরুদ্ধে দুদক অভিযোগপত্র দেয়। এতে আসলাম চৌধুরীর সঙ্গে আসামি হিসেবে আছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও তার স্ত্রী জামিলা নাজনীন মওলা এবং দুই ভাই ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরী ও পরিচালক জসিম উদ্দিন চৌধুরী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাবলু বলেন, হাইকোর্ট থেকে জামিনে ছিলেন জসিম উদ্দিন চৌধুরী। গত রোববার আপিল বিভাগ তার জামিন বাতিল করে তিনদিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। কিন্তু আসামি হাজির না হওয়ায় আবেদনের প্রেক্ষিতে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।