চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পাথরঘাটায় গ্যাস লাইনে ছিদ্র হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আশরাফ আলী রোডের একটি খাবারের দোকানে এই ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, গ্যাস লাইনে ছিদ্র হয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ছয়টি গাড়ি ঘটনাস্থলে যায়। তারা সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি খাবার দোকান, সুতার একটি ও রেক্সিনের একটি দোকান পুড়ে গেছে। এতে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।