রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০১৭ | ১:৪৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বড়পোল ঢাকাইয়া কলোনীর ওই বাসায় গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত সোনিয়া আক্তার (২২) স্বামী ইমাম হোসেন সবুজের সঙ্গে বড়পোল ঢাকাইয়া কলোনির একটি আধাপাকা ঘরে তিনি থাকতেন। অন্তঃসত্ত্বা ছিলেন ওই তরুণী।

হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, নিহতের স্বামী ইমাম হোসেন টং দোকানী। প্রতিবেশীরা জানিয়েছে ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে সোমবার সন্ধ্যার পর বাসা থেকে চলে যান ইমাম। পরে রাতে কোনো এক সময় সোনিয়া আত্মহত্যা করে থাকতে পারেন।

তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় সোনিয়ার লাশ পায় পুলিশ। মৃত্যুর জন্য ইমামকে দায়ী করে একটি চিরকুট লিখে গেছেন সোনিয়া। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে মনে হচ্ছে।