চট্টগ্রামে সরকারী দরে চামড়া বিক্রি নেই

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের আতুরার ডিপোর আড়তগুলোতে ফুট প্রতি চামড়া কেনা হয়েছে ৫৫ থেকে ৬০ টাকায়। অথচ বাণিজ্য মন্ত্রণালয় চট্টগ্রামে চামড়ার দর নির্ধারণ করে দেয় প্রতি বর্গফুট চামড়া ৪০ থেকে ৪৫ টাকায়। আড়তদারদের দাবি মৌসুমি ব্যবসায়ীরা চামড়া কিনতে বেশি দাম দিয়েছে। তাই আড়তদারেরা নির্ধারিত দামে কিনতে পারেনি। পাশাপাশি লবণের দাম বেশি থাকায় চামড়া সংরক্ষণ ব্যয়ও বাড়বে বলে তাদের দাবি।

চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির সভাপতি মো. সেকান্দর বলেন, এবার আতুরার ডিপোতে চামড়া কম আসায় কাড়াকাড়ি পড়েছে। এছাড়া মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কিনতে খরচ বেশি পড়েছে। এখন প্রতিটি চামড়া গড়ে ১৪০০ টাকায় কিনতে হয়েছে। এর সঙ্গে ৩৫০ টাকার সংরক্ষণ খরচ পড়বে। ফলে ফুট প্রতি চামড়া ৫৫ থেকে ৬০ টাকা পড়বে।

সংশ্লিষ্টরা জানিয়েছে, আতুড়ার ডিপোর আড়তগুলোতে পাঁচলাখ চামড়া আসার কথা থাকলও এসেছে অর্ধেক। এবার পটিয়া, কক্সবাজার, চৌমুহনীসহ বিভিন্ন স্থানে চামড়ায় লবণ দিয়ে অনেকে সংরক্ষণ করে রেখেছেন বলে আড়তদারদের দাবি। যার জন্য অল্প চামড়া নিয়ে আতুরার ডিপোতে কাড়াকাড়ি পড়ে। এটিও দাম বৃদ্ধির আরেকটি কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির সহ সভাপতি আবদুল কাদের বলেন, চামড়া কম এসেছে। তাই দামও বেশী। প্রতি বস্তা লবণ (৭৪ কেজি) ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকায় কিনতে হয়েছে। তবে আশা করছি আগামী দুই একদিনের মধ্যে বিভিন্ন স্থান থেকে লবণ দেওয়া আরও কিছু চামড়া আসবে।

এদিকে চট্টগ্রামের দুটি ট্যানারি থাকলেও পরিবেশগত ছাড়পত্র না থাকায় এগুলো এখন বন্ধ রয়েছে। চট্টগ্রামে জড়ো হওয়া এসব চামড়া সংরক্ষণ করে ট্যানারি ব্যবসায়ীদের জন্য সংশ্লিষ্টরা অপেক্ষা করবে। ১০-১৫ দিন পর ট্যানারি ব্যবসায়ীরা ঢাকা থেকে এসে এসব চামড়া নিয়ে যাবে।