রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মেয়েকে বিদায় দিতে গিয়ে মায়ের চিরবিদায়

প্রকাশিতঃ ৪ সেপ্টেম্বর ২০১৭ | ৩:৪৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে রেলস্টেশনে এসে ঢাকাগামী ট্রেনে মেয়েকে তুলে দেন এক মা। এরপর ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে ওই নারীর। রোববার রাতে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত লতিফা বানু (৪৭) নগরীর ঘাট ফরহাদ বেগ এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী।

পুলিশ জানায়, রোববার রাতে মেয়েকে ঢাকাগামী ট্রেনে তুলে দিতে স্টেশনে আসেন লতিফা রানু ও আবদুর রাজ্জাক দম্পতি। মেয়ের সাথে তারাও ট্রেনে ওঠেন। ট্রেন ছেড়ে দেওয়ার পর তাড়াহুড়োয় নামতে গিয়ে লতিফা বানু রেল লাইনে কাটা পড়েন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম বলেন, লাফ দিয়ে ট্রেন থেকে নামতে গিয়ে দরজার কোন অংশের সাথে লতিফা বানুর বোরকা আটকে যায়। ট্রেনের চাকার নিচে পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।