রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চরলক্ষ্যায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রকাশিতঃ ৪ সেপ্টেম্বর ২০১৭ | ৩:২০ অপরাহ্ন

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টায় চরলক্ষ্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

নিহত মো. এয়াছিন (৪২) চরলক্ষ্যা ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল হামিদের ছেলে ।

স্থানীয়রা জানান, গাছে উঠে ঢাল কাটতে যায় এয়াসিন। এ সময় বিদ্যুতের তারে ঢাল আটকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে যান তিনি। মুমুর্ষ অবস্থায় এয়াছিনকে উদ্ধার করে কলেজ বাজারস্থ ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একুশে পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. রফিকুল ইসলাম।