চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে অন্তত ১২ ঘন্টা নিখোঁজ থাকা দুই ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে বাড়ির পাশের পুকুর থেকে।
মৃত দুজন হলেন রাউজানের পাহাড়তলী ইউনিয়নের উত্তর দেওয়ানপুর গ্রামের কৃষক মো. মফিজের সন্তান আকলিমা আক্তার (১০) ও মো. রহমান (৮)। তারা দু্জনেই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।
রাউজান থানার পরিদর্শক (তদন্ত) মধুসূদন নাথ বলেন, আমি জেনেছি যে শুক্রবার দুপুর ১২টা থেকে আকলিমা ও রহমানকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় তাদের খোঁজাখুঁজি করা হলেও পাওয়া যায়নি। পরে তাদের বাড়ির পাশে পুকুরে রাত ১২টার দিকে দুজনের লাশ পান প্রতিবেশীরা এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়নি।