রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খুলে দেওয়া হয়েছে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার

প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০১৭ | ৭:৩৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের মূল অংশ (লালখানবাজার থেকে মুরাদপুর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এই উড়ালসড়কে গাড়ি চলাচল শুরু হয়।

এর আগে গত ১৬ জুন ফ্লাইওভারের একপাশ সাময়িকভাবে খুলে দিয়েছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। রমজানের ঈদের আগে যানজট এড়াতে ফ্লাইওভারের সব কাজ শেষ না করেই এ সিদ্ধান্ত নিয়েছিল সিডিএ।

তবে শুরু থেকে ভারী যান চলাচলে প্রতিবন্ধকতা দেওয়া হয় এবং রাতের পালায় (রাত ১০টা থেকে সকাল আটটা) ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। আবার উদ্বোধনের ২৫ দিন পর ১০ জুলাই ওই একপাশেও গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।

সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, সব ধরনের গাড়ি চলাচলের জন্য ফ্লাইওভার উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

এখন দুই নম্বর গেটের বায়েজিদ বোস্তামী সড়কমুখী র‍্যাম্প (গাড়ি ওঠা-নামার পথ) এবং লুপ (ফ্লাইওভার থেকে বাঁক নিয়ে অন্য রাস্তায় সংযুক্ত করা) নির্মাণের কাজ চলছে। দুই মাস পর মূল ফ্লাইওভারের সঙ্গে র‍্যাম্প ও লুপ সংযুক্ত করার সময় আবার সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হবে।

র‍্যাম্প ও লুপসহ ফ্লাইওভারের মোট দৈর্ঘ্য ৬ দশমিক ৮ কিলোমিটার। এর মধ্যে মূল অংশের দৈর্ঘ্য (মুরাদপুর থেকে লালখান বাজার) ৩ দশমিক ৭ কিলোমিটার। পুরো প্রকল্পে ব্যয় হচ্ছে ৬৯৬ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার টাকা।