রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মেহেদির রং না মুছতেই মারা গেলেন নবদম্পতি

প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০১৭ | ৫:৫৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নব-দম্পতিসহ তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও অন্তত আটজন। শুক্রবার সকালে উপজেলার নয়াখালের মুখ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতকানিয়া পৌরসভা ০৮নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা মোবিন চৌধুরীর ছেলে গিয়াস উদ্দিন (২৮) ও তার স্ত্রী সৈয়দা জাহান নুরী (২৩) এবং মির্জাখীল বাংলাবাজার এলাকার মো. আজিজুল ইসলাম (৪০)।

হাইওয়ে পুলিশের দোহাজারি থানার পরিদর্শক মিজানুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে বাসটি সাতকানিয়া যাচ্ছিল। পথে মৌলভীর দোকান এলাকা পার হয়ে নয়া খালের মুখ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

তিনি আরও বলেন, দুই সপ্তাহ আগে গিয়াস-নুরী দম্পতির বিবাহ হয়েছে। মেহেদীর রং শুকাতে না-শুকাতেই তারা মারা গেলেন।

আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে পরিদর্শক মিজানুর জানান।