জাতীয় শোক দিবসে পিসিআইইউ ছাত্রলীগের নানা কর্মসূচি

চট্টগ্রাম: নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) ছাত্রলীগ।

জাতীয় শোক দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এসব কর্মসূচী পালন করা হয়।

র্ববর্তী ঘোষিত কর্মসূচী অনুযায়ী বেলা ১২টা থেকে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে উপস্থিত হতে থাকে।

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কাজিম উদ্দিন ও সঞ্চালণা করেন সাধারণ সম্পাদক ওয়াহেদ বুল বুল অর্পন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি অনিক মান বড়ুয়া,মাজহারুল ইসলাম, রফিকুল ইসলাম;সাংগঠনিক সম্পাদক নিঝুম পারিয়াল রাজ,হারুন-অর-রশিদ জীপন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুনীর উদ্দিন সায়েম।

বক্তব্যে সবাই বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্য্যকর করার দাবি জানান। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা এবং তাঁদের পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু কামনা করেন।

এছাড়া নবীন ছাত্রদের মাঝে বক্তব্য রাখেন শাহাব, কায়সার ও সোহেল।

উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি সিজানুর রহমান সিজান, সানি দেব জয়, এম এইচ রিজভী; যুগ্ন সাধারণ সম্পাদক নাইমুল হাসান শিহাব, প্রবাল চৌধুরী; সাংগঠনিক সম্পাদক নুরুল আবসার সাগর; প্রচার সম্পাদক রিয়াজুল আলম শিহাব; দপ্তর সম্পাদক আদনান কুরাইশি জয়নুল; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন রিয়াজ; উপ গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হিমেল; উপ ধর্মবিষয়ক সম্পাদক দেবরাজ ভৌমিক; সহ-সম্পাদক শহিদুজ্জামান ইরফান; এছাড়াও উপস্থিত উক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সোহেল, রাকিব, হায়দার, মাহিন, সাহাব, তাহমিদ, নজরুল ও অনেকে।

এ ছাড়া ক্যাম্পাসের পাশস্থ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শহীদ হওয়া সকলের জন্য দোয়া করা হয়।