সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে চার ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিতঃ ৩১ অগাস্ট ২০১৭ | ৩:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগর থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাত ১২টার দিকে ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ডিটি রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রুবেল ওরফে চাকমা রুবেল (২৪), মো. সাজ্জাদ (২৪) ও মো. সোহাগ (২২)। এদের মধ্যে রুবেলের বিরুদ্ধে ৭টি ও সাজ্জাদের বিরুদ্ধে ১টি মামলা ছিল।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আকরামুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি চাকুসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগর ও জেলায় ছিনতাই, দস্যুতা করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।