সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে পুকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রকাশিতঃ ৩১ অগাস্ট ২০১৭ | ২:৩১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পশ্চিম মনসা সিপাহী বাড়ির পুকুর থেকে গলায় রশি বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার হয়।

আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।

পটিয়া থানার কালারপুল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের গলায় চিকন পাটের রশি লাগানো ছিল। গলায় আঘাতের চিহ্ন আছে। তাকে শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছি।

তিনি বলেন, ওই যুবকের পরনে লুঙ্গি ও শার্ট ছিল। তার পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।