চট্টগ্রাম: কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় আহত মো. শোয়েব নামের এক রোহিঙ্গা শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গুরুতর আহত অবস্থায় বুধবার রাত সাড়ে ১২টায় হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
নিহত রোহিঙ্গা শিশু মো. শোয়েব (১২) মিয়ানমারের মংডু এলাকার এনায়েত উল্লাহর ছেলে। টেকনাফের সোহানী ক্যাম্পে থাকত এই শিশু।
এদিকে রাখাইন রাজ্যে চলমান সংঘাতে আহত হয়ে পালিয়ে আসা আরও দুই রোহিঙ্গা বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে মিয়ানমারের মংডু এলাকার মীর আহমদেরে ছেলে মো. জোবায়েরকে (৪৫) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ সাইমুলকে (১৫) ভর্তি করা হয়েছে ২৬ নম্বর ওয়ার্ডে; সে মিয়ানমারের আকিয়াব জেলার মংডুর লাল মোহনের ছেলে।
এসব বিষয় নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ২৪ জন আসা রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ মুছা গত ২৬ আগস্ট মারা যান। সর্বশেষ এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।