চট্টগ্রামে ৫৪৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। চলতি আগস্ট মাসে টানা অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (কেজিডিসিএল) ভিজিল্যান্স টিম।

বুধবার কেজিডিসিএলের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ ও সমন্বয়) মুক্তা পারভীন জানান, চট্টগ্রামের লিচুবাগান, হাটহাজারী, চান্দগাঁও, বাকলিয়া, জামালখান, কোতোয়ালী, পূর্ব নাসিরাবাদ, বায়েজিদ বোস্তামী, শেরশাহ কলোনি ও সীতাকুন্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ৬টি শিল্প, ৬টি বাণিজ্যিকসহ ১১৪ জন গ্রাহকের ৫৩৩টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় সবমিলিয়ে ৫৪৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এসব অভিযানে কেজিডিসিএল এর প্রকৌশলী হাসান সোহরাব, ব্যবস্থাপক (ভিজিল্যান্স) ও সহকারী ব্যবস্থাপক আব্দুল মালেক, প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন, প্রকৌশলী পলাশ সরকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।