সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

প্রকাশিতঃ ৩০ অগাস্ট ২০১৭ | ৬:২৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে রোববার রাতে পাহাড়তলী এলাকার রেল লাইনে ছুরিকাহত হন এই যুবক।

নিহত আরিফ হোসেন (২২) কুমিল্লা সদর দক্ষিণের বাসিন্দা। পেশায় রাজমিস্ত্রী আরিফ নগরের আকবর শাহ এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, গত রোববার নগরীর চকবাজার এলাকায় কাজ শেষে রেল লাইন ধরে হেঁটে বাসায় ফিরছিলেন আরিফ। সেসময় দুই ছিনতাইকারী তার টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে ৬০০ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে আরিফ মারা গেছেন। ঘটনায় জড়িত ছিনতাইকারীদের ধরতে তথ্য সংগ্রহ চলছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে।