দুর্নীতির মামলায় চট্টগ্রাম বন্দরের তিন কর্মকর্তা কারাগারে

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের তিন কর্মকর্তাকে বুধবার কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে দুপুরে ৪০৪ মেট্রিক টন গ্লিসারিন আত্মসাতের অভিযোগে তাদের গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তিন কর্মকর্তা হলেন বন্দরের সহকারী পরিদর্শক (পরিবহন) মনোয়ার হোসেন, উচ্চমান বহিঃসহকারী নুরুল ইসলাম চৌধুরী ও পুলক কান্তি দাশ।

দুদক সূত্র জানায়, ১৪টি কন্টেইনারে করে বন্দরে আসা ৪০৪ মেট্রিক টন ক্রুড গ্লিসারিন জব্দের পর রাষ্ট্রীয় কোষাগারে গ্রেফতারকৃতরা জমা দেননি। এর পরিবর্তে জাল নথি তৈরি করে ২০১৫ সালের ২০ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে তা পাচার করেন। এ ঘটনায় বুধবার হালিশহর থানায় একটি মামলা করার পর বন্দরের নিলাম শাখা থেকে তাদের গ্রেফতার করা হয়।

দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু সাঈদ বলেন, বুধবার বিকেলে গ্রেফতারকৃতদেরকে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।