সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এবার ইয়াবাসহ রোহিঙ্গা-হাফেজ গ্রেফতার

প্রকাশিতঃ ৩০ অগাস্ট ২০১৭ | ৬:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে পৃথক অভিযানে সাড়ে ছয় হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদের মধ্যে দুইজন নিজেদের হাফেজ বলে পরিচয় দিয়েছেন। এদের মধ্যে আবার একজন রোহিঙ্গা।

মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে নগরীর সিনেমা প্যালেস ও শাহ আমানত সেতু এলাকায় পৃথক অভিযানে এই চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃরা হলেন- শফিকুল ইসলাম (২৪), মো. ইউনুস (২২), আবু সিদ্দীক (২০), আবু ফয়াজ ওরফে জিয়াবুল (৪০)। শফিকুল ও ইউনুস নিজেদের কোরআনে হাফেজ বলে পরিচয় দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক শামীম আহমেদ বলেন, মঙ্গলবার রাতে শাহ আমানত সেতু এলাকা থেকে শফিকুল ও ইউনুসকে আটক করা হয়। ইউনুস মিয়ানমারের নাগরিক। শফিকুল টেকনাফ পৌরসভার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে পেটের ভেতরে করে ইয়াবা নিয়ে নিয়ে আসার তথ্য জানান তারা। পরে তাদের কাছ থেকে দেড় হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ আবু সিদ্দীক ও জিয়াবুলকে আটক করা হয়। পলিথিন দিয়ে ছোট ছোট পুটলি বানিয়ে ইয়াবাগুলো গিলে পেটের ভেতরে করে নিয়ে আসে তারা।